ফিফা র্যাঙ্কিয়ে উন্নতি বাংলাদেশের, এগিয়েছে আর্জেন্টিনাও

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১২:০৬:২১,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯ফিফা র্যাঙ্কিংয়ে তিনধাপ উন্নতি করেছে বাংলাদেশ। কয়েকদিন আগেই বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের সঙ্গে ড্র করে ফল প্রায় হাতেনাতে পেল লাল-সবুজরা। ১৮৭তম স্থান থেকে এক লাফে ১৮৪তম স্থানে উঠে এসেছে জামাল ভূঁইয়ার দল।
বৃহস্পতিবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মতো এগিয়েছে আর্জেন্টিনাও। পরপর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ জিতে একধাপ এগিয়েছে মেসি-মার্টিনেজদের দল। ১০ম স্থান থেকে এগিয়ে আর্জেন্টিনা এখন ৯ নম্বরে।
সবশেষ ম্যাচে বাংলাদেশের সঙ্গে ড্র করা ভারতের দুইধাপ অবনতি হয়েছে। ১০৪তম স্থান থেকে ১০৬তম স্থানে চলে গেছে ভারতীয়রা।
র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে এডেন হ্যাজার্ড-রোমেলু লুকাকুদের বেলজিয়াম। তাদের পরেই আছে বিশ্বকাপজয়ী ফ্রান্স। র্যাঙ্কিংয়ের থার্ডবয় নেইমার-কৌতিনহোদের ব্রাজিল।
একধাপ অবনতি হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। পাঁচনম্বর থেকে পর্তুগিজদের হটিয়ে জায়গা নিয়েছে লুইস সুয়ারেজের উরুগুয়ে। আট নম্বর থেকে একধাপ উন্নতি করে সাতনম্বর স্থান দখল করেছে বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়া।
শীর্ষ দশে অন্যদের মধ্যে আছে ইংল্যান্ড (৪), স্পেন (৮) ও কলম্বিয়া (১০)।