ফেঞ্চুগঞ্জের কচুয়াবহর তালামীযের অভিষেক সম্পন্ন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:১৪:০৭,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৯
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ কচুয়াবহর আঞ্চলিক শাখার ২০১৯-২০ সেশনের কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ শুক্রবার বাদ জুমা কচুয়াবহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি দিপু আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহাত আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা পূর্ব নির্বাহী সদস্য মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাইজগাঁও ইউনিয়ন সভাপতি আবু তাহেফ শিবলু, সহ-সভাপতি শরিফ আহমদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ শাখার সদস্য নবীন আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তালামীযের একটাই কাজ আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা। আর এই কাজ করতে গিয়ে আমারা নামাজ, রোজার সহ সব বিধানের মধ্যেই খোজে পাই আমাদের প্রকৃত আদর্শের জীবন গঠন। এজন্য তালামীয কর্মীদের কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন – তালামীযের মধ্যে কোন উচ্চ এবং, বেয়াদবী প্রথা, মুনাফেকি আশ্রয় নেই। কেননা রাসূল সা. তার সাহাবীদের নিয়ে যেভাবে ইসলামের প্রচার করেছিলেন তাতে কোন ভেদাভেদ ছিল না। এজন্য আমাদের আদর্শ যদি রাসূলের আদর্শ হয় তবে আমরাও সেরকম কাজ এবং আমাদের মেধাকে কাজে লাগাতে হবে। আর যদি তালামীযে থেকে কোন ব্যক্তি আদর্শের পরিপন্থী কোন কাজ করে তবে তার স্থান তালামীযে নেই।