ফেঞ্চুগঞ্জে আব্দুল জলিল জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১০:১৯:১৭,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৯আজ ২০ অক্টোবর (রোববার) সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজারে মোহাম্মদ আব্দুল জলিল জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী,এমপি।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সুনামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনামুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যার এনাম উল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ প্রমুখ।