ফেঞ্চুগঞ্জে এমপিওভুক্ত হল দুটি দাখিল মাদ্রাসা, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১১:২০:৪২,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৯
ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইসহাকিয়া দাখিল মাদ্রাসা ও মশাহিদ আলী বালিকা দাখিল মাদ্রাসা কে এমপিওভুক্ত করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) গণভবন থেকে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।সারাদেশের ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণাকালে ৩৫৮টি দাখিল মাদ্রসার মধ্যে ফেঞ্চুগঞ্জের দুটি দাখিল মাদ্রাসার নাম ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দিপু মনি ও শিক্ষা উপমন্ত্রী নওফেল।
মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঘিলাছড়া ইসহাকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ খায়রুল ইসলাম সাদেকী ও মাদরাসা কতৃপক্ষ।