ফেঞ্চুগঞ্জে তালামীযের সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুসের রোগমুক্তি কামনায় মিলাদ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:৫৯:০২,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৯বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুসের রোগমুক্তি কামনায় মাইজগাঁও ইউনিয়ন তালামীযের উদ্যোগে বৃহস্পতিবার সকালে হাটুভাঙ্গা আলিম মাদরাসার কনফারেন্স হলে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাটুভাঙ্গা আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিন। ইউনিয়ন সভাপতি আবু তাহেফ শিবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ এর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন সহ-সাধারণ সম্পাদক হাফিজ জুয়েল আহমদ, হাটুভাঙ্গা আলিম মাদরাসা তালামীযের সভাপতি জায়েদ আহমদ, পি পি এম উচ্চ বিদ্যালয় শাখার সহ-সভাপতি আফরিন সায়িম, সদস্য টুটুল আহমদ, খালেদ আহমদ প্রমুখ ।
উল্লেখ্য গত ১ লা নভেম্বর এক সড়ক দুর্ঘটনায় আহত হন ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুস। তিনি বর্তমানে সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।