ফেঞ্চুগঞ্জে দরিদ্র কৃষকের ৫ টি গরু পুড়িয়ে মারার অভিযোগ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৮:১৩:২৪,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে এক কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে ৫ টি গরু। শুক্রবার ভোরের দিকে এ ঘটনাটি ঘটে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক সুলতানপুর গ্রামের কুশেদ মিয়া। তিনি জানান, প্রতিদিনের মতো গরুগুলো গোয়াল ঘরে রেখে ঘুমিয়েছিলেন।
ভোরের দিকে হঠাৎ গরুগুলোর শব্দে ঘুম ভাঙ্গে কৃষক কুশেদ মিয়ার । গোয়ালঘরে গিয়ে দেখেন এক এক করে আগুনে পুড়ে গেছে ৫টি গরু। । এতে প্রায় ৪লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ও স্থানীয় লোকজন জানান, এখানে বিদ্যুৎ নেই কোন মশার কয়েলও জালানো ছিল না। আগুন লাগার কারণ নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।