ফেঞ্চুগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে র্যালি অনুষ্ঠিত

মোহাম্মদ সোবেল,ফেঞ্চুগঞ্জ:
প্রকাশিত হয়েছে : ২:১০:২৫,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৯ফেঞ্চুগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে সহস্রাধিক মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে রবিবার অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র্যালি’। রবিবার সকাল ৯ টা থেকে রাসূল প্রেমিকরা র্যালিতে যোগদানের জন্য জমায়েত হন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা প্রাঙ্গনে।
র্যালি পূর্বক আলোচনা সভায় মিলাদুন্নবী (সঃ) উদযাপন কমিটির সভাপতি মাওঃ বশির উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দীন আতহার। এসময় তিনি বলেন, ঈদ শব্দের আভিধানিক অর্থ হল খুশী হওয়া, ফিরে আসা, আনন্দ উৎযাপন করা ইত্যাদি। আর মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমরা নবীজীর আগমনকে বুঝি। আর ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে নবীজীর আগমনে খুশী উৎযাপন করাকে বুঝায়। সুতরাং অশান্তি আর বর্বরতায় ভরপুর সংঘাতময় আরবের বুকে আধারের বুক চিরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি নিয়ে এসে মানবজাতিকে সত্যের, সভ্যতা ও ন্যায়ের দিক নির্দেশনা দিয়ে গোটা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে তুলেন। নবীজীর পবিত্র শুভাগমনে খুশী উৎযাপন করাটাই হচ্ছে ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু কিছু সংখ্যক ওহাবী খারেজিরা মিলাদুন্নবী সঃ কে বেদআত বলে সাধারণ মুসলমানদের ধোকা দিচ্ছে। মিলাদুন্নবী সঃ আগে ও ছিল এখন আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ।
উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আবু বকর মোঃ নুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আল-ইসলাহ সহ সভাপতি হাঃ তরিকুল ইসলাম তোফা, সহ-সাধারন সম্পাদক মাওঃ হারুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ-সভাপতি ও ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান কাজী মোঃ বদরুদ্দোজা, সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল হুদা, সাধারন সম্পাদক কাজী মাওলানা আব্দুল জলিল, শিক্ষক মাওঃ আব্দুল ওহাব, প্রচার সম্পাদক এম জি জাকারিয়া চৌধুরী,শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শাহ নেওয়াজ, সিলেট জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক এম. শাহজাহান সাদী,ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি ছাত্রনেতা হাঃ হোসাইন আহমদ, সহ সভাপতি আব্দুস সামাদ, শাহজাহান আলী, জাহাঙ্গীর আলম মুজাহিদ, সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম,রহমত আলী, সাংগঠনিক সম্পাদক তাহমিদ চৌধুরী।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক হাঃ আব্দুল্লাহ আল মওসুফ, অর্থ সম্পাদক দেওয়ান মাহমুদ রিমন, জুবের আহমদ, অফিস সম্পাদক আব্দুল মুতালিব, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আব্দুল হামিদ হুমায়দী, হারুনুর রশিদ, উপজেলা সদস্য কামরুজ্জামান মাছিদ, সাংবাদিক মোহাম্মদ সোবেল, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা তালামীযের সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক হাঃ বাবলু আহমদ, সাংগঠনিক সম্পাদক কাওসার আহমদ, প্রচার সম্পাদক হাঃ সাজ্জাদ হোসাইন, মাদরাসার জিএস সৈয়দ মোস্তফা জামান রাফি, শিল্পী আশরাফুল ইসলাম মিতাজ,মুহাইমিন আহমদ, মাওঃ আলিমউদ্দীন, মাওঃ বাহাউদ্দীন, বিএনপি নেতা জয়ফুর রহমান পারভেজ ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য জুবের আহমদ সোনা মিয়া প্রমুখ।
র্যালিটি সকাল ১০ ঘটিকায় বের হয়ে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। ফেঞ্চুগঞ্জের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে ইয়া নবী সালামু আলাইকা, ত্বালা আল বাদরু আলাইনা এসব কালজয়ী নাশিদে। বেলা ১২ টার দিকে শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।