ফেঞ্চুগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৮:১৯:০০,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৯
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ উপলক্ষে বুধবার (৬ অক্টোবর) দুপুরে ফেঞ্চুগঞ্জ ফায়ার ষ্টেশন কর্তৃক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম।
তিনি বলেন,ফায়ার সার্ভিসের প্রতিটা সদস্য তাদের মমত্ববোধ নিয়ে, মানবপ্রেম নিয়ে, নিরলস চেষ্টা নিয়ে সবার থেকে এগিয়ে আছে। অগ্নিকান্ডসহ প্রাকৃতিক দুর্যোগে,উদ্ধারকার্যে রয়েছে তাদের অসামান্য কৃতিত্ব । জীবন বাজী রেখে তারা তাদের দায়িত্ব থেকে কখনো পিছপা হোন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম জাহিদুর রহমানের সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ ফায়ার ষ্টেশনের কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ।