ফেঞ্চুগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং মঙ্গলবার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৮:১৪:১৭,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৯আগামী ১২ নভেম্বর (মঙ্গলবার) “ব্লাড ডোনেশন গ্রুপ ফেঞ্চুগঞ্জ”এর আয়োজনে “ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ” এ ৩য় বারের মতো অনুষ্টিত হতে যাচ্ছে ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় ও রক্তদানে উৎসাহিতকরন কর্মসূচি।
ক্যাম্পিং চলবে সকাল ১১ থেকে বিকাল ৪ টা পর্যন্ত। উক্ত কর্মসূচিতে সফলের লক্ষে সকলের সহযোগিতা চেয়েছেন ব্লাড ডোনেশন গ্রুপ ফেঞ্চুগঞ্জ এর অন্যতম সদস্য এফ.টি ফাহাদ মাহমুদ।