ফেঞ্চুগঞ্জে মল্লিকপুর তালামীযের কাউন্সিল সম্পন্ন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৩:৪৭:৪৬,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর আঞ্চলিক শাখার কাউন্সিল ২৩ অক্টোবর (বুধবার) অনুষ্ঠিত হয়। শাখা সহ-সভাপতি সোহান আহমদ এর সভাপতিত্বে সম্পাদক জামিল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসেবে ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল্লাহ আল মওছুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক জুবের আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক হাফিজ হারুনুর রশীদ, ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম মুন্না।
কাউন্সিলে সোহান আহমদকে সভাপতি, আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক ও ইমরান আহমদ’কে সাংগঠনিক সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।