ফেঞ্চুগঞ্জে মাদরাসা এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৯:৪১:১৮,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইসহাকিয়া দাখিল মাদরাসা এমপিওভূক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ২৯ অক্টোবর (মঙ্গলবার) আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।
মিছল পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাদরাসা হলরুমে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন। ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতিঃ জনাব মিছবাহ আহমদ চৌধুরী।
মাদরাসা সুপার খায়রুল ইসলামের সভাপতিত্বে ও হাঃ বাবলু আহমদ এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র আব্দুল হামিদ হুমায়দী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি আব্দুল গণি চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওঃ কাজী আব্দুল জলিল, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও আওয়ামীলীগ নেতা রফিক উদ্দিন খান,গভর্নিং বডির সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন ছানু,আওয়ামীলীগ নেতা রিয়াজুল ইসলাম খান,আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান ও মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষর্থীরা।