ফেঞ্চুগঞ্জে UKSG মেধাবীমুখ” হারুন আহমদ চৌধুরী বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জপ্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১০:৩১:৩৫,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯২৫ অক্টোবর (শুক্রবার) ফেঞ্চুগঞ্জ উপজেলার চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “UKSG মেধাবীমুখ” হারুন আহমদ চৌধুরী বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৭ জন মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ২য় বারের মতো এ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করে ” UKSG”
২ ঘন্টা ৩০ মিনিট ব্যাপী পরিক্ষায় খুব আনন্দ উচ্ছ্বাসে শেষ করে আগত মেধাবী শিক্ষার্থীরা।