এতিম শিশুদের মধ্যে ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতি কুয়েতের খাদ্য বিতরণ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৯:১২:৪৪,অপরাহ্ন ১৬ অক্টোবর ২০১৯আজ বুধবার দুপুরে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের উদ্যোগে কোরআনে হাফেজ ও এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দীন আতহারের সভাপতিত্বে ও সমাজসেবক সাহিল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়্যারম্যান জনাব নুরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ বদরুদ্দোজা, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াহাব, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আউয়াল কয়েছ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজকর্মী সুহেল আহমদ, সালেহ আহমদ ও জুনেদ আহমদ প্রমুখ। সভা শেষে শিক্ষার্থী ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।