ফেঞ্চুগঞ্জ প্রবাসী কল্যাণ ফেডারেশন কাতারের পক্ষ থেকে এতিমদের আর্থিক সহায়তা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:৪৫,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০১৯ফেঞ্চুগঞ্জ প্রবাসী কল্যান ফেডারেশন কাতার উপজেলায় এতিম শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে। ফেঞ্চুগঞ্জ লতিফিয়া আইডিয়াল একাডেমিতে ৩০ অক্টোবর ( বুধবার) সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে এ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম। এসময় তিনি বলেন, সমাজ উন্নয়নে প্রবাসীদের সহযোগীতা সব সময় উজ্জ্বল দৃষ্ঠান্ত হয়ে থাকবে।
একাডেমির প্রিন্সিপাল মাওলানা শামসুদদোহা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াছমীন, ঘিলাছড়া ইউপি সদস্য কয়ছর আহমদ, বিশিষ্ট সমাজ সেবক রুকনুজ্জামান চৌধুরী প্রমুখ।