ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজে শেখ রাসেল-এর জন্মদিন উদযাপন

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:২২:২৩,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৯সিলেটের ফেঞ্চুগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ১২ টায় কলেজ হলরুমে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে শেখ রাসেল-এর ৫৫ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা,আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শেখ রাসেল পরিষদ এর ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে ও শিহাব আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি শেখ আব্দুল হামিদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক শেখ মোমিনুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক, উপকেলা রাসেল পরিষদের সহ সভাপতি দেবব্রত পাল দীপ,যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মারুফ,দপ্তর সম্পাদক আবিদুজ্জামান রাহাত প্রমুখ।
এ সময় অতিথিরা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।