ফেঞ্চুগঞ্জ হাঁটুভাঙ্গা তালামীযের কাউন্সিল সম্পন্ন

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৯:০৮:২৫,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৯বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ ২নং মাইজগাঁও ইউনিয়নের অন্তর্গত হাঁটুভাঙ্গা আঞ্চলিক শাখার কাউন্সিল অধিবেশন ১৮ অক্টোবর দুপুরে হাঁটুভাঙ্গা আলিম মাদরাসায় অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি ইসহাক আহমদ পলাশের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাজুল আহমদ শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম কদ্দুস।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ২ নং মাইজগাঁও ইউনিয়ন তালামীযের সভাপতি আবু তায়েফ শিবলু, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মাইজগাঁও ইউনিয়ন শাখার সহ সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, হাঁটুভাঙ্গা মাদরাসা শাখার সভাপতি জায়েদ আহমদ ।
কাউন্সিলে তাজুল আহমদ শাকিল কে সভাপতি ও মাসুম আহমদ কে সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি (২০১৯-২০) সালের জন্য ঘোষণা করা হয়।