ফ্রান্সে অভিবাসী আইন কঠোর হওয়ার সম্ভাবনা

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ১:৫৩:৩৫,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৯ফ্রান্সে অভিবাসি আইনের কয়েকটি ধারা কঠিন করার পরিকল্পনা করছে ফ্রান্স সরকার। ফ্রান্সের শ্রমবিষয়ক মন্ত্রী মুরিয়েল পেনিসুদ এমনটাই ইঙ্গিত দিয়েছেন। অভিবাসী স্রোত ঠেকাতে এমন পরিকল্পনা নিচ্ছে মেকরণ সরকার। একসাথে অভিবাসী স্রোত না ঠেকিয়ে ধীরে ধীরে অভিবাসী প্রবেশ বন্ধের দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে সরকার।
এসাইলাম সংখ্যা নির্দিষ্ট কোটায় নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার। দক্ষ অভিবাসিদের জন্য ওয়ার্কিং ভিসা চালু করা হবে বলে জানা গেছে।
অর্থনৈতিক অভিবাসি রুখতে ২০২১ সালের মধ্যে ডাবলিন ফিঙ্গার সফটওয়ার আপডেট করা হতে পারে। সেনজেন ভিসা নিয়ে যারা ফ্রান্সে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয় চাইবে তাদের জন্য কঠিন হতে পারে। ইতিমধ্যে আশ্রয়প্রার্থীদের মাসিক ভাতা কার্ডের মধ্যে দেয়াতে বেশ ভোগান্তিতে অভিবাসীরা।