ফ্রান্সে ট্রেন ধর্মঘট, বিড়ম্বনায় পর্যটকরা

ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৪:৩৪:১২,অপরাহ্ন ২৭ অক্টোবর ২০১৯ধারবাহিক ট্রেন ধর্মঘটে অসহায় ফ্রান্সের সাধারণ মানুষ। ট্রেন ড্রাইভারদের এরকম ধর্মঘটের ফলে প্রতিদিন ই কোন না কোন ভাবে ভোগান্তির শিকার যাত্রীরা। রাস্তায় ট্রেন ড্রাইভারদের নিরাপত্তা, ক্রসিং পয়েন্টে সঠিক ব্যবস্থাপনা ইত্যাদি দাবীতে ধর্মঘট করছেন ফ্রান্সের ট্রেন ড্রাইভারেরা।
গত শুক্রবার আগাম ঘোষণা ছাড়া ট্রেন ড্রাইভাররা ধর্মঘট ডাকায় চরম বিপাকে পড়ে হাজার হাজার যাএী। তার রেশ শনিবারেও কাটেনি। অনেক ট্রেন ড্রাইভার কাজে যোগ দেয়নি বিধায় এমন সমস্যা হচ্ছে। ট্রেন সিডিউলে যেখানে চার থেকে পাঁচটি ট্রেন চলার কথা সেখানে চলছে এক বা দুইটি।
প্যারিস ভ্রমণে এসে বিপাকে আছেন অনেক পর্যটক। অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার সকালে ফ্রান্সের দূরপাল্লার OUIGO ট্রেন সার্ভিস বাতিল করা হয়। RER, SNCF সার্ভিসে স্বল্প সংখ্যক ট্রেন চলাচলে কর্মস্থলে পৌছাতে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও ট্রেন কর্তৃপক্ষ আশাকরছেন শীঘ্রই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।