ফ্রান্সে মসজিদে বন্দুকধারীর হামলা, ইমামসহ গুলিবিদ্ধ ২

নিউজ ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২:২৭:৩৫,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯ফ্রান্সের বাওয়ান শহরে বন্দুকধারীর হামলায় দুজন আহত হয়েছেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। বয়স্ক ওই বন্দুকধারী মসজিদের দরজায় আগুন লাগানোর চেষ্টাও করছিলেন। পুলিশ সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তিকে আটক করেছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আটককৃত ব্যক্তির বয়স ৮৪ বছর। বাওয়ান শহরের কাছে তার বাড়ির কাছ থেকে তাকে আটক করা হয়। মসজিদের কাছে গুলি চালানোর পর তিনি একটি গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন। তিনি মসজিদের বাইরে যে দুজনের ওপর গুলি চালান তাদের বয়স ৭০। মসজিদের দরজার আগুন লাগানোর সময় ওই দুজনকে দেখে তাদের ওপর গুলি চালান তিনি।
পুলিশের মুখপাত্র জানান, নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হচ্ছিলেন। এ সময় বন্দুকধারী গুলি করেন। এতে ইমামসহ দুজন আহত হন। সঙ্গে সঙ্গে হামলাকারী গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ তার গাড়ি ধাওয়া করে। কিছুদূর যাওয়ার পর পুলিশ তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পায়।
এ ঘটনার পর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী মসজিদ, প্যাগোডাসহ উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন।