বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৪:২৩:০৭,অপরাহ্ন ১২ জুলাই ২০২২ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার হরষপুর-মুকুন্দপুরের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া রেলস্টেশনের লোকোশেড ইনচার্জ মনির উদ্দিন জানান, ট্রেনটি আখাউড়া রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করে। পথে হরষপুর-মুকুন্দপুরের মাঝামাঝি স্থানে যাওয়ার পর একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। বগিটি উদ্ধারে আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।