বন্দুকযুদ্ধে সন্ত্রাসী ‘ক্যাসেট’ নিহত

সুরমা নিউজ ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১২:১৭:১১,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৯জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আমিনুল ইসলাম ওরফে ক্যাসেট নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
শুক্রবার রাতে থানার পিয়ারা গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়। নিহত ক্যাসেট ওই গ্রামের শাহাবুল ইসলামের ছেলে।
পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান জানান, পায়রা গ্রামে সন্ত্রাসী আমিনুল তার দলবল নিয়ে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানের টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে আমিনুলসহ তার দল। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গুলি ছোড়াছুড়ির পর আমিনুল গুলিবিদ্ধ হয়ে মারা গেলে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত ক্যাসেটের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।