বন্যার্ত দলীয় নেতাকর্মীদের বাসায় এমদাদ চৌধুরীর বিশুদ্ধ পানি বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশিত হয়েছে : ৪:৩৭:১৬,অপরাহ্ন ২৫ মে ২০২২নগরীর বিভিন্ন স্থানে বন্যার পানি নামলেও খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কটে ভুগছেন নগরীর বন্যায় ক্ষতিগ্রস্থ বাসিন্দারা। বন্যায় ক্ষতিগ্রস্থ দলীয় নেতাকর্মীদের বাসা বাড়ীতে বিশুদ্ধ পানি পৌছিয়ে দিয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী।
প্রতিদিনের ন্যায় বুধবার (২৫ মে) নগরীর বন্যায় ক্ষতিগ্রস্থ দলীয় নেতাকর্মীদের কামালগড়, মাছিমপুর, উপশহর, তেররতন, শেখঘাট, কানিশাইল ও কলাপাড়া ঘাসিটুলা এলাকার বাসাবাড়ীতে পিকআপ ভ্যানে করে বিশুদ্ধ পানি পৌছে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন।
এছাড়া উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সদস্য মাহবুব আহমদ চৌধুরী, নগরীর কামালগড় এলাকার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্য থেকে জাহাঙ্গীর খান, কয়েছ বক্স ওছি, শাহাদাৎ হুসেন, আব্দুল হাসিম জাকারিয়া, মুমিনুর রহমান তামিম, লিপু গনি, মুকতু খান, রিপন আহমদ, ফজলু আহমদ ও সাবেক ছাত্রদল নেতা সাবেক ছাত্রদল নেতা মোতালিব পাশা প্রমুখ।