বর্ষপূর্তি উপলক্ষে ফেঞ্চুগঞ্জে মিশন প্লাসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:১৬:১০,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯
ফেঞ্চুগঞ্জের মিশন প্লাস একাডেমিক কেয়ারের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১লা নভেম্বর শুক্রবার দুপুরে নিজেস্ব ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান পরিচালক শাহ হোসাইন মোহাম্মদ বাবু’ র সভাপতিত্বে ও একাডেমি কেয়ারের সদস্য কাওছার আহমদ সাজু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জনপ্রিয় ইংরেজি প্রশিক্ষক মাহবুবুল হাসান জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন (সাস্ট) এর সভাপতি মঞ্জুরুল করিম মহসিন, বিশিষ্ট শিক্ষানুরাগী আহমদ শরীফ, পরিচালনা কমিটির সদস্য এজাজুল হক সুমন, শাহজাহান ছাদী, হাফিজ হোসাইন আহমদ, হাফিজুল ইসলাম কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমদ, জাহাঙ্গীর আলম মুজাহিদ, চানপুর ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সামাদ, সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, সুরমা নিউজ ২৪ এর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সোবেল, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ছাত্রনেতা এহসানুল করিম রাহী, পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মওসুফ, আব্দুল্লাহ আল নাঈম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী সংগীত শিল্পী আশরাফুল ইসলাম মিতাজ,হাঃ সাজ্জাদ হোসাইন, মুহাইমিন আহমদ, আব্দুল হামিদ হুমায়দী, এনামুল ইসলাম মুন্না,প্রতিষ্টানের প্রাক্তন ছাত্র ইত্তেহাদ আহনাফ, শাহরিয়ার আরমান,তাহেল আহমদ, তাহেল আহমদ প্রতিষ্ঠানের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ২০১৯ সালে বিভিন্ন বোর্ড পরিক্ষায় গুরুত্বপূর্ণ ফলাফল ও প্রতিষ্ঠানের বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, বক্তব, রচনা ও সংগীত প্রতিযোগিতায় অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী গড়তে মিশন প্লাস অগ্রণী ভূমিকা পালন করেছে। এজন্য এধরণের প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা পালন করে। এজন্য সবাইকে মেধাবী হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷