বাংলাদেশি অধ্যুষিত ইস্ট লন্ডনের ব্যস্ত রাস্তায় এক ব্যক্তিকে পুলিশের গুলি

লন্ডন অফিস
প্রকাশিত হয়েছে : ৫:৫৪:৫৯,অপরাহ্ন ০৬ আগস্ট ২০২২ইস্টলন্ডনের ব্যস্ত রাস্তায় এক ব্যক্তিকে গুলি করলো পুলিশ। আর এই ঘটনায় লন্ডনের মেট পুলিশ জানিয়েছে শুক্রবার দুপুরে তারা বন্দুক হাত থাকা এক যুবককে নিরস্ত্র করতে গুলি করতে বাধ্য হয়েছে। ঘটনাটি ঘটেছে ৫ আগস্ট শুক্রবার দুপুরে ২.৩০ মিনিটের দিকে পূর্ব লন্ডনের গ্রীনউইচ এলাকার ক্রিক রোডের ব্রীজের উপর। গুলি করার শব্দ আশেপাশে থাকা সবাই নিশ্চিত করেছেন গনমাধ্যমের কাছে।
এছাড়া প্রকাশিত ছবিতে দেখা যায় একটি সিলভার বা রুপালী রংয়ের গাড়ির পাশে এক যুবক পড়ে আছে, তার আশেপাশে প্রচুর রক্তের উপস্থিতিও ছিলো। সেই ছবিতে দেখা যায় তাকে চিকিতসা দেয়া হচ্ছে।
পুলিশ বলছে, দুপুর ২.২৫/২৬ মিনিটের দিকে অনেকগুলো কল তারা পাবলিক বা জনগনের কাছ থেকে গ্রহন করে। তারা অভিযোগ করেন এক যুবক পিস্তল নিয়ে ঘুরছে। স্পেশালিস্ট ফায়ার আর্মড পুলিশ যাওয়ার পর সেই যুবককে চিহ্নিত করা হয়। এরপর নিরস্ত্র করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে গুলি করে আহত করা হয়।
গ্যারী ক্লার্ক নামের স্থানীয় একজন বলেন, তিনি বাসার বেডরুম থেকে গুলির শব্দ শুনেন। এর ৪ মিনিট পরই তিনি এয়ার এম্বুলেন্সেক শব্দ শুনেন।তার মেয়ে চিৎকার করে বলে, ব্রীজের উপর কেউ একজনকে গুলি করা হয়েছে। গ্যারী বলেন, তার মেয়ে ভয় পেয়ে কাঁপতে থাকে। দিনের আলোয় এমন ঘটনা আতংকের জন্ম দেয়।
স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র বলেছেন, আহত যুবককে হাসপাতালে নেয়ার আগেই স্পটে চিকিতসা দেয়া হয়েছে। তদন্তের প্রাথমিক পর্যায় চলছে। তবে এটা জংগীবাদ সংক্রান্ত কোন হামলা নয় বলে পুলিশ নিশ্চিত করেছে। লন্ডন এম্বুলেন্স বলেছে, আহত যুবককে মেজর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
ইতিমধ্যেই এই গুলির ঘটনা বিচার বিশ্লেষন করার জন্য স্বাধীন তদন্ত সংস্থাকে আমন্ত্রন জানানো হয়েছে। এই স্বাধীন তদন্ত সংস্থা দেখবে গুলি করার মতো যথেষ্ট কারন ছিলো কি না। এখনো আহত যুবকের নাম ও পরিচয় পুলিশ প্রকাশ করেনি