বাংলাদেশের মানুষের প্রাণের খেলা ফুটবল

সারওয়ার চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৭:২৫:৪৪,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০১৯বাংলাদেশের মানুষের প্রাণের খেলা ফুটবল। আবাহনী মোহমেডান নামগুলো ছিল একসময়ের ক্রীড়া প্রিয় কিশোর তারুণ্যের আবেগ, ভালবাসা ! শুধুমাত্র অবহেলা আর স্বার্থপর নেতৃত্বের বলি আজকের বাংলাদেশ ফুটবল ! ভারতকে আমরা নিয়মিত হারিয়েছি, তবে বর্তমান ভারত পূর্বের থেকে ব্যতিক্রম, ২০৩০ বিশ্বকাপ হচ্ছে তাদের টার্গেট !
আমরাও একটা টার্গেট নির্ধারণ করতে পারি, ২০৩০ অথবা ২০৩৪ ! অনেকবার হারালেও ভারতের সাথে এবারের ড্রয়ের মধ্যে আমাদের ফুটবলের জন্যে অন্যরকম একটা জাগরণী দেখতে পাচ্ছি, এটাকেই ধরে রাখতে হবে। প্রয়োজন শুধু সৎ যোগ্য নেতৃত্ব এবং ফুটবলের প্রতি অগাধ ভালবাসা ! বাংলাদেশের মত ফুটবল প্রিয় মানুষ কিন্তু অনেক বিশ্বসেরা দেশেরও নেই ।