বাবার বুকে চাপা কষ্ট, তবুও সরকারকে ধন্যবাদ: খোকাপুত্র

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ২:১৬:২৩,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৯অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সোয়া ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন বলেন, আমি প্রথমবার সংসদে পা রেখেছি আমার বাবার মরদেহ নিয়ে। যদিও আমার বাবা ৪ বার সংসদ সদস্য হয়ে এসেছিলেন।
তিনি বলেন, আমার বাবাকে আপনারা শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন তাই সবাইকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের এখানে উপস্থিতি প্রমাণ করে আমার বাবার সবার সাথে সুসম্পর্ক ছিলো। আপনাদের ধন্যবাদ।
ইশরাক বলেন, আমার বাবার বুকে চাপা কষ্ট রয়েছে, তিনি নিজ দেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেননি। তিনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে এখানে এসেছেন। তিনি ২০১৭ সালে পাসপোর্ট নবায়ন আবেদন করেছেন কিন্তু সেটা পাননি।
খোকার ছেলে আরও বলেন, আমার বাবা আমি যে দিন নিউইয়র্ক গেলাম, সেদিন শেষ কথা বলেছেন। তিনি বলেছেন, তার জানাজা যেন দেশে হয়। আমি সরকারকে ধন্যবাদ জানাই আমার বাবার মরদেহ দেশে আনতে সহযোগিতা করার জন্য।
তিনি বলেন, বাবা আমাকে বলেছিলেন, তিনি বাক্সবন্দী হয়ে দেশে যাবেন। ঠিকই তিনি বাক্সবন্দী হয়ে আসলেন সাথে তার দেহটা প্যাকেট হয়ে এসেছে। এ কথা আমি কখনও ভুলতে পারবো না।