বালাগঞ্জের বড়ভাগায় প্রশাসনের অভিযান, ২ লক্ষাধিক টাকার জাল জব্দ

বালাগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৯:৩০:৩৫,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০১৯সিলেটের বালাগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৫) অক্টোবর উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের বড়ভাগা নদীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী অবৈধ বেড়া জাল দিয়ে মাছ ধরায় ৪ হাজার মিটার বেড়াজাল জব্দ করা হয়। জাল গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব। এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল হান্নান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) নির্মল চন্দ্র বণিক সহ বালাগঞ্জ থানার কয়েকজন পুলিশ। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) নির্মল চন্দ্র বণিক। এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেন, অবৈধভাবে কারেন্ট জাল ও বস্তাজাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চলবে।