বালাগঞ্জে কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন আজ

স্পোর্টস প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:৪৫,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০১৯সিলেটের বালাগঞ্জের সদর ইউনিয়নের রহমতপুরের উত্তরের মাঠে, গহরমলি কাবাডি টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ (১৮ অক্টোবর শুক্রবার। বিকেলে ময়দানের লড়াইয়ে মুখোমুখি হবে সাতগ্রাম কাবাডি দল,সাতগ্রাম পয়েন্ট ও টাইগার গনি কাবাডি দল সরকার বাজার, মৌলভীবাজর। উক্ত টুর্নামেন্টের ব্যবস্থাপনায় রয়েছে বালাগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ কাবাডি সংস্থা।