বালাগঞ্জে মঞ্চ মাতালেন সবুজকুঁড়ির সুরের পাখি মামুনুর রশীদ

মোহাম্মদ সোবেল
প্রকাশিত হয়েছে : ১০:০১:৫৬,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৯
হযরত শাহ গফুর আলী রঃ হাফিজিয়া মাদরাসা ছাত্রসংসদ কর্তৃক ২রা নভেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষ্যে এক মোবারক র্যালী, আলোচনা সভা ও ইসলামী গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদরাসা প্রাঙ্গনে শতাধিক রাসূল প্রেমিকদের উপস্থিতিতে এ মোবারক র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী পরবর্তী অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। মাদরাসার প্রধান শিক্ষক হাঃ মাহমুদুর রহমানে সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র হাঃ মামুনুর রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি বদরুল আলম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মির্জা হাবিবুর রহমান ইমাদ, ইউনিয়ন তালামীযের দ্বায়িতশীল বাবেল আহমদ ও এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানরা।
র্যালী ও আলোচনা সভা পরবর্তী মনোমুগ্ধকর গজল সন্ধ্যায় ইসলামি সাংস্কৃতিক সংগঠন রিসালাহ্ এর প্রধান সহকারী পরিচালক হাঃ ফরহাদ আহমেদর সঞ্চালনায় পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন অত্র মাদরাসার ছাত্র সায়েম আহমদ। মঞ্চ মাতান সবুজকুঁড়ির নির্বাহী পরিচালক সুরের পাখিখ্যাত মামুনির রশিদ, হাঃ ফরহাদ আহমেদের জাগরনী পরিবেশনায় জমে ওঠে গজল সন্ধ্য। অতিথি শিল্পী হিসেবে নাশিদ পরিবেশন করেন রহমানিয়া শিল্পীগোষ্ঠী কমলগঞ্জের পরিচালক জামাল উদ্দীন, আল হুসাইনি শিল্পীগোষ্টী। রাত ১১ টায় এক দোয়া মাহফিলের মাধ্যমে গজল সন্ধ্যার সমাপ্তি ঘটে।