বালাগঞ্জে মৎস্য অফিসের মাঠ দিবস উদযাপন

রজত চন্দ্র দাস ভুলন,বালাগঞ্জ
প্রকাশিত হয়েছে : ১:০৩:২৭,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৯বালাগঞ্জে মৎস্য অফিসের মাঠ দিবস উদযাপন করা হয়েছে। বুধবার বিকেল তিনটায় উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম।
বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) নির্মল চন্দ্র বণিকের সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে বক্তৃতা করেন মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর সিলেট বিভাগের উপ পরিচালক মো. সুলতান আহমেদ। বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর সিলেট বিভাগের উপ প্রকল্প পরিচালক দ্বিজরাজ বর্মণ, গোলাপগঞ্জ মৎস্য খাদ্য ও বীজ উৎপাদন কেন্দ্রের খামার ব্যবস্থাপক রাসেল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, ক্ষেত্র সহকারী মো. শামসুল ইসলাম, মৎস্য অফিসের স্থানীয় লীফ মুহিবুর রহমান, মো. আশিকুর রহমান সহ বালাগঞ্জ উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন স্থরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এর আগে আগত অথিতি গন একটি মৎস্য খামার ও বালাগঞ্জ উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।