বালাগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মফুর, সাধারণ সম্পাদক আনহার

বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৮:২৯:৫৪,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বালাগঞ্জ বাজারের এম খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন। এছাড়াও সম্মেলনে সিলেট জেলা ও মহানগর আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিগত কমিটি বিলুপ্ত করে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান । সঞ্চালনা করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী । সভাপতি পদে মোস্তাকুর রহমান মফুর ও সাধারন সম্পাদক পদে মোঃ আনহার মিয়া নাম আসলে সবাই করতালি দিয়ে সমর্থন জানায়। আগামী ৩ বছরের জন্য কমিটি গঠন করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের পর আর কোন সম্মেলন হয়নি।, দীর্ঘ ১৬ বছর পর বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।