বিএনপির জি কে গউছের নামে ভুয়া ইউটিউব চ্যানেল, থানায় জিডি

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:৫৭,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০১৯
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছের নামে একটি ভুয়া ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। সম্প্রতি কে বা কারা এ ভুয়া ইউটিউব চ্যানেলটি খুলেছে। এ ঘটনায় বুধবার সদর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন তিনি।
এতে তিনি উল্লেখ করেন, জিকে গউছের নামে কোনো ফেসবুক আইডি নেই। তিনি ফেসবুক ব্যবহার করেন না। ইতিপূর্বে তার নামে ভুয়া একটি ফেসবুক আইডি খোলে কে বা কারা। বিষয়টি নজরে আসলে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর থানায় একটি জিডি এন্ট্রি করেন। সম্প্রতি তার নামে একটি ভুয়া ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। এ চ্যানেলটির ধারক, বাহক ও পরিচালনাকারী জি কে গউছ নন।
কেউ হীন উদ্দেশ্যে এ ভুয়া ইউটিউব চ্যানেলটি খুলেছে। এ চ্যানেল থেকে প্রচারিত কোনো তথ্য, স্থির চিত্র বা ভিডিও চিত্রের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
জি কে গউছ জানান, এ ভুয়া ইউটিউব চ্যানেলটি বন্ধ করতে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি পুলিশ প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন।