বিএনপি থেকে পদত্যাগের খবর সঠিক নয় : লুনা

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ৫:৪০:০৩,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৯সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠন নিয়ে তুলকালাম কাণ্ডের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত খবর নিয়েছেন মেয়র আরিফসহ বিএনপির তিন নেতা। কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে খবর এসেছে পদত্যাগ করছেন তাহসিনা রুশদির লুনাও। তিনি সুরমা নিউজ ডট নেটকে বলেন, আমি পদত্যাগ কি কারণে করবো। পদত্যাগের প্রশ্নই আসেনা। যুবদলের ব্যাপারে আমাদের কিছুই করার নেই। অন্যদের ব্যাপারে আমার কিছুই বলার নেই।
জানা যায়, যুবদলের কমিটি নিয়ে পদত্যাগ করছেন মেয়র আরিফসহ সিলেটের ৩ নেতা। বাকি দুজন হলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী।
সূত্র জানিয়েছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ একাংশের নেতারা সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার রাতে নগরীর কুমারপাড়া এলাকায় সভা করেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। ওই সভায় বিএনপি ও যুবদলের অবমূল্যায়িত নেতাকর্মীরা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলে তাদের থামিয়ে দেন কেন্দ্রীয় নেতারা।
এ ব্যপারে সভায় উপস্থিত থাকা সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী বলেন, শুক্রবার সিলেট জেলা ও মহানগর যুবদলের যে কমিটি গঠন করা হয়েছে এতে দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতি করা কেউ ঠাঁই পাননি। ঠাঁই পেয়েছেন বিশেষ একজন কেন্দ্রীয় নেতার অনুসারীরা। তাই বিষয়টি নিয়ে তারা রাতেই সিলেটে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে তুলে ধরেন।