বিজয় দিবসে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেটের শীত বস্ত্র বিতরণ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৫:৫১:৪২,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০২২১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেট, বাংলাদেশ ও শাহ তোফাজ্জল ভান্ডারী সংগীত একাডেমীর যৌথ উদ্যোগে আলোচনা সভা শীত বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গত ১৬ ডিসেম্বর শুক্রবার রাত ৮ টায় বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রধান দপ্তর গাউছিয়া দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফকির শাহ তোফাজ্জুল ভান্ডারীর সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক ফকির ছয়ফুল আলম জালালীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরশ আলী গনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ সদস্য আজাদ মিয়া মেম্বার, ১নং লামাকাজি ইউনিয়ন পরিষদ সদস্য লাল মিয়া (লালু মেম্বার), মাষ্টার এম, কে, হেকিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ফখরুল আহমদ, লন্ডন প্রবাসী গীতিকার ইসলাম শাহ, ব্যবসায়ী শাহ আলম সাঈদ, গীতিকার জাহাঙ্গির জুনেদ, বাউল শিল্পী তোতা মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান জলাল মিয়া, গ্রীস প্রবাসী আনোয়ার মিয়া, ফকির মন্নান শাহ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ তোফাজ্জুল ভান্ডারী সংগীত একাডেমীর উপদেষ্টা গীতিকার আহমেদ আলা উদ্দিন, মোঃ আবুল মিয়া, গীতিকার এম এ হামিদ, মোঃ দিলওয়ার মিয়া, মোঃ আরশ আলী, শাহ তোফাজ্জুল ভান্ডারী সংগীত একাডেমীর নব নির্বাচিত সভাপতি বিশাল চৌধুরী, সহ সভাপতি মোঃ কমর উদ্দিন, গীতিকার এম ডি মালেক, সদস্য মোঃ আব্দুল্লাহ, রুবেল আহমদ, মোঃ আবুল কালাম, মোঃ গয়াস মিয়া, হৃদয় আহমদ, রুহেল আহমদ, সুমন আহমদ, সমুজ আলী, জমসর আলী, শাহাব উদ্দিন, আব্দুল করিম, লিমন আহমদ, শুনুর আলী, ইকবাল আহমদ, সবুজ আহমদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী জুয়েল আহমদ, বাউল শিল্পী তোতা মিয়া, বাউল শিল্পী ভাসানী বারিক, কন্ঠ শিল্পী জালালী শামীমা, পায়রা চৌধুরী, জালালী রুনা, সুরাইয়া তারা, কলসুমা আক্তার শিফা, মুন্নি, এমি আক্তার।