বিজয় দিবস উপলক্ষে ওসমানীনগরে গজল সন্ধ্যার আয়োজন

রায়হান আহমদ, ওসমানীনগর:
প্রকাশিত হয়েছে : ৬:১৭:৪৫,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০২২বাংলাদেশ আনজুমানে তালামীযের ইসলামিয়া বৃহত্তর ময়না বাজার শাখার উদ্যোগে মনোমুগ্ধকর গজল সন্ধ্যার আয়োজন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ময়নাবাজার প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা আব্দুল মোছাব্বীর রাঙাপুরি, হাফিজ কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আনজুমানে তালামীযের সুলতান আহমদ।
তেলাওয়াত করেন, সবুজ কুঁড়ি শিল্পী গোষ্ঠির পরিচালক, ক্বারী সাইফুল ইসলাম।
গজল পরিবেশন করেন প্রতিষ্ঠাতা পরিচালক ইসলামীক সাংস্কৃতিক রিসালাহ কবি মোজাহিদুল ইসলাম বুলবুল, কলরব ঢাকার আহমদ আব্দুল্লাহ, হাফিজ ফরহাদ আহমদ, সবুজ কুঁড়ি শিল্পি গোষ্ঠির আবুল আহসান মোহাম্মদ ইয়াসিন, মারজান আহমদ তালহা ও মোহাম্মদ আলী। ওসমানীনগর উপজেলা তালামীযের আব্দুল কাইয়ুম রাফি এবং ময়না বাজার তালামীযের হাফিজ রাসেল আহমদ ও হাফিজ এনামুল হক।
অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় হযরত শাহজালাল ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক, মাওলানা জুয়েল আহমদ লাতিফীকে।
অনুষ্ঠানের একলাকার গণ্যমান্য ব্যক্তি ও শ্রোতারা চমৎকার এই ইসলামীক আয়োজন উপভোগ করেন।