বিমানেই না ফেরার দেশে চলে গেলেন সিলেটের সৌদী প্রবাসী লোকমান

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৯:০৬:১০,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৯গোয়াইনঘাটের প্রবাসী লোকমানের মাতৃভুমিতে পা রাথা হলনা। বিমানেই চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যূকালে বয়স ছিল ৪৩ বছর। তিনি স্ত্রী ও ছেলে রেখে গেছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় সৌদি আরব জেদ্দা এয়ারর্পোট থেকে বাংলাদেশগামী সৌদি এয়ারলাইন্সে।
জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই খলা গ্রামের মৃত নিছার আলীর পুত্র লোকমান আহমদ প্রায় ২ যুগ ধরে প্রবাসে (সৌদিআরব) থাকেন। তিনি র্দীঘদিন থেকে জটিল রোগে আক্রান্ত ছিলেন। এরই প্রেক্ষিতি দেশের মাটিতে চিকিৎসা নিতে গত শুক্রবার দুপুরে জেদ্দা থেকে জন্মভুমির উদ্দেশ্যে রওয়ানা হন। ঢাকা আর্ন্তজাতিক বিমান বন্দরে বিমান নামার ১০মিনিট পুর্ব বিমানেই লোকমান মৃত্যূবরণ করেন। এসময় বিমান বন্দরে অপেক্ষায় ছিলেন তার নিকট আত্মীয়। বিমানবালা লোকমানের সাথে থাকা একজন আত্মীয়’র ফোন নম্বরে মৃত্যূ বিষয়টি নিশ্চিত করেন। এক পর্যায় দূতাবাসের সহযোগিতায় রাত ১২টার দিকে স্বজনরা লাশ গ্রহণ করে এম্বুলেন্স যোগে গোয়াইনঘাটের উদ্দেশ্যে রওয়ানা হন। গতকাল শনিবার সকাল ৮টায় লাশ নিয়ে বাড়ীতে পৌঁছে। এসময় স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠে।
এদিকে, বেলা ১১টায় খলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে লাশ দাফন করা হয়।