বিশ্বনাথে অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ২:০৭:২২,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৯সিলেটের বিশ্বনাথে অগ্নিকান্ডে এক দিনমজুরের বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর পশ্চিম পাড়া গ্রামের দিনমজুর আলখাছ আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় দিনমজুর পরিবারের বসতঘরসহ মামালাল পুড়ে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানান।
বিষয়টি নিশ্চিত করে খাজাঞ্চী ইউনিয়নের মুফতির বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানা জানান, আলখাছ আলী একজন দিনমজুর। রবিবার বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে দিনমজুর পরিবারের টিনসেটের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। আগুনে আলখাছ আলী বসতঘর ও মালামালসহ ভস্মীভূত হয়। পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে। স্থানীয় প্রশাসন ও এলাকার বৃত্তবানদের ওই পরিবারের পাশে দাঁড়ানো আহবান জানান তিনি।
এ ব্যাপারে দিনমজুর দাবি করে ক্ষতিগ্রস্ত আলখাছ আলী বলেন, রবিবার বিকেলে হঠাৎ অগ্নিকাণ্ডে পুরো বসতঘরে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এলাকার মানুষের বাড়িতে কাজকর্ম করে অনেক কষ্ট করে আমাদের সংসার চলে। বর্তমানে ৮ সদস্যের পরিবার নিয়ে পড়েছি বিপাকে।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, এ বিষয়টি আমাদের কেউ অবহিত করেননি। তবে খোঁজ নিয়ে দেখব।