বিশ্বনাথে শফিক চৌধুরীর নেতৃত্বে বিশাল আনন্দ-মিছিল অনুষ্ঠিত

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১০:২৯:২২,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৯পৌরসভায় উন্নীত হওয়ায় বিশ্বনাথে শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আনন্দ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বাদ আসর মিছিলটি অনুষ্ঠিত হয়। দলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে আনন্দ-মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভায় এসে শেষ হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনাথ উপজেলাকে পৌরসভায় উন্নীত করে নিজের দেওয়া কথা রেখেছেন। এজন্য দেশ-বিদেশে থাকা সর্বস্তরের বিশ্বনাথবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর দূর্নীতিবাজ ও ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ধ্বংস করে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে তাই আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে। এসেছে বাঙালীদের অর্থনৈতিক মুক্তি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া বলেন, বিশ্বনাথ উপজেলা পৌরসভায় উন্নীত হওয়ার মাধ্যমে বিশ্বনাথবাসীরা যে সুখবর পাওয়া শুরু করেছেন, সামনেও তা অব্যাহত থাকবে। কারণ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ‘গ্রাম হবে শহর’ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হবে আমাদের সকল কাঙ্খিত উন্নয়নমূলক কর্মকান্ড। সবাইকে সাথে নিয়েই বাস্তবায়িত হবে বিশ্বনাথবাসীর সকল স্বপ্ন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন।
আনন্দ-মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী ইরন মিয়া, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, শ্রম সম্পাদক সাধন চন্দ্র দাশ, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, সহ দপ্তর সম্পাদক নুরুল হক, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য এমদাদ হোসেন, এনামুল হক এনাম, রফিক হাসান, উপদেস্টা মন্ডলীর সদস্য ময়না মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, রামপাশার সভাপতি নজরুল ইসলাম, দৌলতপুরের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, দেওকলসের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপন, অলংকারীর ভারপ্রাপ্ত সভাপতি হীরা মিয়া, সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, দশঘরের ভারপ্রাপ্ত সভাপতি তজম্মুল আলী, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, খাজাঞ্চীর যুগ্ম সম্পাদক মিজাজুল হোসেন, লামাকাজীর দপ্তর সম্পাদক আবু-বক্কর মো. ফয়ছল, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সহ সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, কার্যকরী সভাপতি ফজর আলী মেম্বার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, মাইক্রোবাস শ্রমিক লীগের সভাপতি মুহিবুর রহমান গোলাপ, যুবলীগ নেতা আবদুল হক, আবদুর রুপ, গিয়াস উদ্দিন, সায়েদ আহমদ, সাফায়েত খান, মুহিবুর রহমান সুইট, মোহন মিয়া, সাদ নূর, রাজু আহমদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, রফিক আলী, সিজিল মিয়া, মাহফুজুর রহমান দুলু, সুহেল খান, মুহিত চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সহ সভাপতি নজরুল ইসলাম প্রিন্স, যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা সায়হাম শিকদার, আরব শাহ, আবদুল মুকিত সুমন, কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম রুকন, মিয়াদ আহমদ, আশরাফ উদ্দিন, হিমেল আহমদ, জাকির হোসেন, কবির মিয়াসহ আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যাক্তিবর্গ।