বিশ্বনাথ সরকারী কলেজ পরিদর্শন করেছেন এমপি মোকাব্বির খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২:৩৪:০০,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৯বিশ্বনাথ সরকারী কলেজ পরিদর্শন করেছেন এমপি মোকাব্বির খান বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সরকারী কলেজ পরিদর্শন করেছেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। এসময় তিনি শিক্ষক বৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং কলেজের বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে বিভিন্ন সুবিধা-অসুবিধার কথাগুলো শুনে কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভুমিকার আশ্বাস প্রদান করেন।
আজ রোববার সকাল ১১টার দিকে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপসী চক্রবর্তী, সহকারী এনামুল হক, মোঃ মানিক মিয়া, রুষীত কান্তি দাস, বনানী চক্রবর্তী, রোকেয়া বেগম, মোঃ আব্দুল সহিদ, মোঃ গোলাম মোস্তফা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন,মোঃ শরীফ উদ্দিন, সুহাদ উজ্জামান চৌধুরী, সন্জিত কুমার সাহা রায়, অন্জু আচার্য্য, উম্মে শেফা, মোহাম্মদ রোকনুজ্জামান, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, সমাজ সেবক জসিম উদ্দিন জুনেদ প্রমুখ।