বিশ্ব বিখ্যাত ক্যামব্রিজে পড়তে যাচ্ছেন সিলেটের সামিহা রহমান

লন্ডন অফিস
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:৫০,অপরাহ্ন ৩০ আগস্ট ২০২২সামিহা রহমান চলতি এ লেভেল পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। সে বায়োলজিতে এস্টার কেমিস্ট্রি ও মেতে এ নিয়ে বিশ্ব বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে। সে লন্ডনের উডব্রিজ হাই স্কুল থেকে এ লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ লেভেলে ভালো ফলাফল অর্জন করায় বিশ্ব বিখ্যাত কুইনমেরি ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটিসহ ৩টি ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষার জন্য অফার পেয়েছিল কিন্তু সামিহা উচ্চশিক্ষার জন্য তার স্বপ্নের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে।
সামিহা জানায়, নিয়মিত রুটিন ওয়ার্ক এর পাশাপাশি ও কঠোর পরিশ্রমের ফলে এই সফলতা অর্জন করেছে। সে তার সফলতার পিছনে বাবা-মার অবদানের পাশাপাশি স্কুলের শিক্ষকদের সহযোগিতার কথা উল্লেখ করেছে।
সামিহার পিতা বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত জন ও বাংলাদেশ সেন্ট্রার লন্ডনের সহ-সভাপতি মহিবুর রহমান মুহিব মেয়ের ভালো ফলাফলে খুশি। তিনি তার মেয়ের ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন সামিহা ভবিষ্যতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে। উল্লেখ্য, সামিয়ার বাবার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরার পুরুষ পাল গ্রামে।