বিশ্ব সাহিত্যের ভান্ডারে কবিগুরু রবীন্দ্রনাথের অবদান অতুলনীয় : আবুল মাল আব্দুল মুহিত

স্বপন দেব, মৌলভীবাজার:
প্রকাশিত হয়েছে : ১২:২৭:৪৫,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুলাউড়া আগমনের একশ বছরপূর্তি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সোমবার দিনব্যাপী “রবিরাগ” অনুষ্ঠানমালার আয়োজন করে উদযাপন পরিষদ।
সকাল ১০ টায় জাতীয় ও উৎসব পতাকা উত্তোলনের পরে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বেলা ১২টায় প্রথম পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় চিত্রাংকন, রবীন্দ্র সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সোমবার সন্ধ্যায় দ্বিতীয় পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অর্থমন্ত্রী ও রবীন্দ্র প্রেমী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, সাহিত্যের এমন কোন জায়গা নেই, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথের বিচরণ ছিলোনা। রবীন্দ্রনাথ শুধু একজন বিশ্বকবিই নয়, তিনি একজন বিশ্ব সাহিত্যিকও বটে। এই বিশ্ব ভ্রমান্ডে সাহিত্যের ভান্ডারে তাঁর অবদান অতুলনীয়, চিরস্মরণীয়। রবীন্দ্রনাথকে সবসময় নতুনভাবে জানা যায়, নতুনভাবে চিনতে পারা যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সকল প্রতিভা যদি আগামী প্রজন্মদের কাছে ফুটিয়ে তোলা যায় তাহলে এই সমাজ পরিবর্তন অবশ্যই সম্ভব হবে। শুধু রবীন্দ্রনাথের জ্ঞান ভান্ডার কেউ যদি অনুধাবন করতে পারে তবে সে মেধার বিকাশ ঘটাতে পারবে। সমাজের সকল অসঙ্গতি দূর হয়ে যাবে।
সাবেক সচিব আব্দুর রউফের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুপা চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মো. নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক নাজিয়া শিরীন, জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমদ। উদযাপন পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সদস্য সচিব মো. আব্দুল হান্নান। অনুষ্ঠানে “রবীন্দ্রসাহিত্যে সিলেটের ব্যক্তিঅস্মিতার প্রভাব” এর ওপর মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ। প্রবন্ধের ওপর আলোচনা করেন সিলেট মদনমোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, সিলেট উদীচীর সভাপতি এনায়েত হাসান মানিক।
অনুষ্টান শেষে রবীন্দ্রনাথের ওপর একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। রাতে ৯টায় স্বাধীনতা স্মৃতিসৌধে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন ও বিশিষ্ট রবীন্দ্র সংগীত গবেষক অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যাসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালের নভেম্বর মাসে ৩ দিনের সিলেট সফরে ভারতের করিমগঞ্জ থেকে বিশেষ ট্রেনযোগে সিলেট এসেছিলেন। সেসময় সিলেট যাত্রাপথে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ৪ নভেম্বও রেলওয়ে রেষ্ট হাউসে তিনি রাত্রিযাপন করেছিলেন। সেই বিশেষ দিনটি স্মরণে শতবর্ষ পরে কুলাউড়াবাসী শ্রদ্ধাভরে কবিগুরুকে শ্রদ্ধা জানালো।