‘বুলডোজার’ অভিযানে সিসিক মেয়র আরিফ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৯:৪৩:২২,অপরাহ্ন ২৮ জুলাই ২০২২নগরীর পাঠানটুলা এলাকায় মূল সড়কের উভয়পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি করপোরেশন। এসময় স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরানসহ সিসিক কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মেয়র আরিফুল হক চৌধুরী।
পাঠানটুলায় অভিযানকালে অবৈধভাবে গড়ে ওঠা ‘জামান ভিউ’ নামের একটি মার্কেট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এই মার্কেট সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পাঠানটুলা এলাকায় সড়কের উভয়পাশে শত শত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের ভবন গড়ে ওঠেছে। এগুলোর মধ্যে বেশকিছু ভবন আবার অবৈধ। এর মধ্যে ‘জামান ভিউ’ মার্কেটও আছে। একতলা বিশিষ্ট এই মার্কেট ভবন সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, অবৈধ ভবনগুলোকে বিভিন্ন সময়ে একাধিকবার নোটিস প্রদান করা হয়েছে। কিন্তু তারা ভবনগুলো ভাঙেনি। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে ভাঙা শুরু হয়েছে। অভিযানকালে বুলডোজার দিয়ে ‘জামান ভিউ’ মার্কেট ভেঙে ফেলা হয়।
অভিযানকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ২০০৭ সাল থেকে সবাইকে নোটিশ দেয়া হচ্ছে এখন ২০২২ সাল। বার বার বলার পরও রোডের জায়গায় অনুমতি ছাড়াই জুড়ে আছেন। অভিযান শুরু হয়েছে, কোথাও কাউকেই রেহাই দেওয়া হবে না।
স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরান বলেন, এই জায়গা সিটি করপোরেশনের রোডস’র। আধা ঘন্টার বৃষ্টি হলে কোমর সমান পানি হয়ে যায়।গাড়ি চালাচল ও রাস্তাটা পুরো বন্ধ হয়ে যায়। বছরখানেক আগে একটা উদ্যোগ নেয়া হয়েছিল। এখানে ড্রেনটি টেন্ডারের আওতায় আনা হয়েছে। ৬ মাস আগে থেকে রোডস সংশ্লিষ্টরা এ ব্যাপারে মাইকিং করে এবং পেপার কাটিং করে। কিন্তু এগুলোতে কেউ কর্ণপাত করেনি। বিপদ এলে আমরা সজাগ হই, তা হলে হই না।