বুলবুলের ভয়ঙ্কর ক্ষতি থেকে বাঁচালো সুন্দরবন

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৫:১৯:৪৫,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৯বাংলাদেশের ঢাকা ও পশ্চিমবঙ্গের কলকাতা। জনবসতিপূর্ণ দুই শহর। এই দুই শহরের ওপরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চালালে মহাপ্রলয়ঙ্করী ঘটনা ঘটতে পারত। কিন্তু সেটা হল না, কারণ ঢাল হয়ে দাঁড়িয়ে থাকল সুন্দরবনের ম্যানগ্রোভ। বুলবুলের দাপট নিজে সহ্য করে বাঁচিয়ে দিল মানবসভ্যতাকে।
এক দশক আগে ম্যানগ্রোভে ঘেরা এই সুন্দরবনই ভয়ঙ্কর আয়লা থেকে রক্ষা করেছিল কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলকে। এ বারও ঘূর্ণিঝড় বুলবুলকে প্রতিহত করতে বুক আগলে দাঁড়াল সেই ম্যানগ্রোভ অরণ্যই। সুন্দরী, গরান, গেঁওয়ার শিকড়, শাখাপ্রশাখার প্রতিরোধে বুলবুলের দাপট অনেকটাই পরাস্ত হল।
আবহাওয়া এবং পরিবেশ বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, স্থলভাগে আছড়ে পড়ার পর বুলবুলের যে কিছুটা গতিমুখ পরিবর্তন করেছিল, সেটা ম্যানগ্রোভের জন্যই। ম্যানগ্রোভে আছড়ে পড়ে বুলবুল পূর্ব-উত্তরপূর্বমুখী হয়ে যায়। অর্থাৎ, দুই বাংলার সুন্দরবনই নিজেদের ওপরে যাবতীয় অত্যাচার সহ্য করেছে। সেই সঙ্গে ক্রমে কমেছে তার শক্তিও।
পরিবেশবিদদের দাবি, কঠিন, দৃঢ় শিকড়ের ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলি সুন্দরবন বদ্বীপকে ঘিরে রয়েছে। তাই শক্তিশালী বুলবুলের যতটা তাণ্ডব দেখানোর ক্ষমতা ছিল, তা পুরোটা দেখাতে পারেনি।