বৃহস্পতিবার সিলেট আসছেন আরশাদ মাদানী

সুরমা নিউজ ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২:৪৯:৫২,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৯তিন দিনের সফরে সিলেট সফরে আসছেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের আমির আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী। আগামী ৭ নভেম্বর (বৃহস্পতিবার) ইউ এস বাংলা বিমানে সিলেট বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার।
বাংলাদেশে বৃহস্পতিবার (৭ নভেম্বর) মাগরিবের পর মাখজনুল উলুম দারুল হাদীস (দ্বী-পাক্ষিক টাইটেল) মাদরাসা রাজারগাঁও-এর এনামী জলসায় বয়ান করবেন। রাত ৯টায় জামিয়া মুহয়িস্সুন্নাহ মানিক কোনা হাওরতলা গােলাপগঞ্জ মাদরাসার বার্ষিক ইসলামী মাহফিলে বয়ান করবেন।
শুক্রবার (৮ নভেম্বর) জুমার নামাজের আগে সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দর বাজারে বয়ান এবং জুমার পর আন্ডারগ্রাউন্ডে পুরুষদের বায়াত। মাগরিব নামাজের পর দরবস্ত আল-মনসুর মাদরাসায় বয়ান।
শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় মদনী মঞ্জিল, চৌকিদেখী, সিলেটে মুরিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এদিন বেলা সাড়ে ১১টায় সিলেট থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
১১ নভেম্বর ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর, ঢাকার ইনআমী জলছায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী।