ব্যাথার পাথর বুকে

হান্নান মিয়া
প্রকাশিত হয়েছে : ১:৪৯:১৫,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯বুকের ভিতর জমাট বাঁধা কত কাহিনী
লিখলে হবে মহাকাব্য লিখতে পারিনি
মুছে যাবে আঁখি জ্বলে তাইতো লিখিনি।
ব্রুনের মত বুকে থাকল কাব্যগাথা হয়ে
সংগুপনে চর্চা হবে কেউ যেন না জানে।
লজ্জাশরম গর্ব কত সাত রাজার ঐ ধনে
দুঃখ ব্যাথা কত আছে হৃদয় কাননে
আনন্দ শুধা ছন্দ কত মনের গহীনে।
কাব্য লিখায় প্রকাশিলে পাথর ফেটে যাবে
নয়ন জলে গুবি মরুতে ঝর্ণাধারা হবে।
অপ্রকাশ্য রাখলাম তাই হৃদয় মনের কথা
জীবন সায়াহ্নে সব হারাব এটাই শেষ কথা
ব্রুন হয়ে সঙ্গে যাবে, না বলা ঐ কথা।
শুন্য হাতে গেলেও দেহ যাবে ব্যাথার ভারে
সব দেহখান ভারী হবে গুপ্ত কাব্য ভারে।