ব্রিটেনের কলচেস্টার ইসলামিক কালচারাল এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

লন্ডন অফিস
প্রকাশিত হয়েছে : ১২:২৪:১২,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৯কলচেস্টার ইসলামিক কালচারাল এসোসিয়েশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১০ নভেম্বর রবিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে কমিউনিটি নেতা কয়ছর চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মোঃ মিসবাহ উদ্দিন এবং ট্রেজারার পদে দিলু মিয়া নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করে। অপর প্যানেলের প্রার্থীরা ছিলেন সভাপতি পদে শাহ আক্তার হোসেন টুটুল, সাধারণ সম্পাদক পদে শামিম রশিদ এবং ট্রেজারি পদে শাহ কামাল আহমদ।
সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ভোট শেষে প্যানেল কয়ছর, মিছবাহ, দিলু প্যানেল ১১৭ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্যানেলের প্রার্থীরা ১০৯ ভোট পান। বিজয়ী প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মোহাম্মদ লোকমান আলী, সহ সাধারণ সম্পাাদক ফয়সাল কামাল, সহ ট্রেজারার আব্দুল মোকাব্বির, দাওয়া সম্পাদক রাশেদুজ্জামান, পাবলিক রিলেশন সেক্রেটারি শেখ আব্দুল্লাহ আল নোমান এবং ইকুয়ালিটি অফিসার মোহাম্মদ হোসাইন আহমদ।
নির্বাচনপূর্ব বার্ষিক সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মাওলানা বশির আহমেদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাকেন ট্রেজারার দিলু মিয়ার , ভাইস চেয়ারম্যান মজির উদ্দিন, শাহিনুর রশিদ।
নির্বাচনে ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সফিক, আব্দুল মুনিম খান, আব্দুল গনি এবং মহিলা কমিশনার মিসেস জাহানারা খানম লোকমান ও মিসেস তাহেরা মুনিম খান। নব নির্বাচিত কমিটির সদস্যরা মসজিদের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।