ব্রিটেনে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হল অবৈধ অভিবাসীকে

লন্ডন অফিস
প্রকাশিত হয়েছে : ৮:৩২:১৬,অপরাহ্ন ১২ জুন ২০২২ব্রিটেনের অবৈধ অভিবাসন বিরোধী একটি অভিযানের সময় অবৈধ এক অভিবাসীকে আটক করা হলে সেখানে কিছু মানুষ বিক্ষোভ করে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়।
মেট্রো নিউজের খবরে বলা হয়েছে, গতকাল রবিবার দক্ষিণ পূর্ব লন্ডনের পেকহামের একটি এস্টেটে অভিবাসন বিরোধী ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ভ্যানে করে এক অবৈধ অভিবাসীকে আটক করে পুলিশ। এসময় সরকারের অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদ করে আসা বামপন্থী আন্দোলনকারীদের সমর্থনে ১০০ জনেরও অধিক মানুষ সেখানে জড়ো হয়। তারা পুলিশ ভ্যানিটিকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। এতে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশ ভ্যানে আটক থাকা অভিবাসীকে ছিনিয়ে বের করে নিয়ে আসে।
কর্মকর্তারা বলছেন, যে লোকটিকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার বাড়ি নাইজেরিয়া। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এদিকে এ ঘটনায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা অবৈধ অভিবাসীকে আটকে রাখতে না পেরে খালি হাতে ফিরে যাচ্ছেন। আর উত্তেজিত জনতা ”পেকহামে আর আসবেন না” এমন স্লোগান দিচ্ছিল। সম্প্রতি অভিবাসীদের ব্রিটেন থেকে রুয়ান্ডায় পাঠানোর বিষয়ে ব্রিটিশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করে আসছে বামপন্থী ও অভিবাসনের পক্ষে কাজ করা দলগুলো। বামপন্থী কর্মী এবং মানবাধিকার আইনজীবীরা মঙ্গলবার রুয়ান্ডার উদ্দেশ্যে অভিবাসীদের নিয়ে ছেড়ে যাওয়া প্রথম ফ্লাইটটি বন্ধ করার চেষ্টা করেছেন। এমনকি প্রিন্স চার্লস গতকাল ব্যক্তিগতভাবে সরকারের এই পরিকল্পনার অসম্মতি প্রকাশ করেছেন বলে জানা গেছে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচারণা। প্রচারাভিযান গ্রুপগুলো সোশ্যাল মিডিয়ায় ‘নো ডিপোর্টেশনস’ হ্যাশট্যাগ দিচ্ছে।
এদিকে পেকহামের এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হোম অফিস জানিয়েছে, এমন ঘটনা অগ্রহণযোগ্য। সাধারণ মানুষের উচিত সরকারি সংস্থাগুলোকে তাদের কাজ নির্বিঘ্নে সম্পাদন করতে সহযোগিতা করা।