ভারতের আত্মসমর্পণ, বাংলাদেশের সিরিজ জয়

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৮:২৮:০৭,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০২২বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়ার বেশ কয়েকটি নজির আছে বাংলাদেশের। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ- ভারতের বিপক্ষে জেতা ম্যাচ হাতছাড়া করেছে টাইগাররা। তবে চলতি ওয়ানডে সিরিজে তেমনটি হয়নি।
প্রথম দুই ম্যাচ জিতেই তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে এক উইকেটে জয়ের পর আজ জিতল ৫ রানে।
বাংলাদেশের দেওয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬৬ রান করতে সক্ষম হয়েছে ভারত।