ভারতে প্রেসিডেন্ট জেলেনস্কির নামে চা!

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৬:৪৮:৪৩,অপরাহ্ন ১৯ মার্চ ২০২২ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামে নতুন এক চা পাওয়া যাচ্ছে ভারতে। নতুন এ চায়ে যেমন অর্থোডক্স চায়ের ফ্লেভার রয়েছে, তেমনই সিটিসি চায়ের স্ট্রং স্বাদ রয়েছে। ঠিক যেমনটা রয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে। মূলত তার সাহসিকতাকে স্বাগত জানিয়ে অভিনব এই পদক্ষেপ নিয়েছে ভারতের গুহাটির চা প্রস্তুতকারক সংস্থা অ্যারোমিকা টি।
জানা গেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এ সময়ে গোটা দেশকে একজোট করে রেখেছেন ভলোদিমির জেলেনস্কি। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। কিন্তু হার মানতে রাজি নয় ইউক্রেনবাসী। তাদের এই হার না মানার মানসিকতার নেপথ্যে রয়েছেন ভলোদিমির জেলেনস্কি। এমনকি পুতিনের মতো পরাক্রমী প্রেসিডেন্টের কাছেও মাথা নোয়াননি জেলেনস্কি।
প্রতিকূলতার বিরুদ্ধে প্রেসিডেন্ট জেলেনস্কির এই লড়াইকে সম্মান জানিয়েই আসামের চায়ের নাম রাখা হয়েছে ‘জেলেনস্কি – রিয়েলি স্ট্রং’। আপাতত এই চা অ্যারোমিকা টি কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যাবে। সপ্তাহ দুয়েকের মধ্যেই তা ই-কমার্স সাইটগুলোতে চলে আসবে বলে জানা গেছে। চায়ের ২০০ গ্রামের প্যাকেটের দাম ধার্য করা হয়েছে ৯০ টাকা।