ভারতে বিশ্ব নবীকে অবমাননার প্রতিবাদে ময়নাবাজারে বিক্ষোভ মিছিল

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:৫৮,অপরাহ্ন ১৩ জুন ২০২২সিলেটের ওসমানীনগরের উছমানপুর ইউনিয়নের ময়নাবাজারে, ১৩ জুন (সোমবার) বিকালে ভারতের ক্ষমতাসীন বিজিপি নেত্রী নুপুর শার্মার বিশ্বনবীকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
আয়োজনে, ময়নাবাজারের সর্বস্তরের মুসলিম জনতা ও তত্বাবধানে ছিল হ. আশ্রব শাহ যুব সংঘের সদস্যরা।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আলহাজ্ব আব্দুল মোছাব্বীর রাঙাপুরী, সিলেট সুবহানীঘাট মাদ্রাসার আরবি প্রভাষক, মাওলানা জুয়েল আহমদ লতিফী, ওসমানী নগর উপজেলা তালামিযের প্রচার সম্পাদক, আব্দুল কাইয়ুম রাফি, ওসমানীনগর উপজেলা তালামিযের প্রশিক্ষণ সম্পাদক মিজানুর রহমান, বেরাখাল মসজিদের খতিব, মাওলানা নোমান আহমদ নোমানী, কবুলপুর-আব্দুল্লাহপুর মসজিদের খতিব, মাওলানা তফজ্জুল রহমান, আলীপুর মসজিদের খতিব, মাওলানা ফাহিম আহমদ হাসেমীসহ ময়না বাজারের ইসলাম প্রিয় জনতা ও রাসুলপ্রেমীরা।